ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে একটি ট্রাকভর্তি ভারতীয় চোরাচালানের ৯ শত পিস শাড়ি ও ৩ শত পিস লেহেঙ্গা জব্দ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গত ৪ জুলাই রাতে ত্রিশাল উপজেলার বালিপাড়া এলাকায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) কমল সরকারের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে ট্রাকভর্তি চোরাচালানের এসব ভারতীয় পণ্য আটক করে।
এ ঘটনায় ৩ চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের চোরাচালানের পণ্যবাহী ট্রাকটিও জব্দ করা হয়েছে।
গ্রেফতাররা হলেন- টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী এলাকার বাসিন্দা মো: মিজানুর রহমান (২৭), মো: জুয়েল মিয়া (২৫) এবং মো: শান্ত মিয়া (২০)।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার (৫ জুলাই) বিকালে ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে গ্রেপ্তারদের সংশ্লিষ্ট মামলায় কারাগারে পাঠিয়েছে ত্রিশাল থানা পুলিশ।
তিনি আরও বলেন, এ ঘটনায় ত্রিশাল থানায় ১৯৭৪ এর বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের হয়েছে। তদন্ত শেষে আরও বিস্তারিত জানা যাবে।
বাংলাদেশ সময়: ২৪৩৭ ঘণ্টা, জুলাই ৬, ২০২৩
এসএএইচ