টাঙ্গাইল: টাঙ্গাইলে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই প্রকট আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১৬ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।
সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া এ তথ্য জানিয়েছেন।
তিনি জানিয়েছেন, জেলায় এখন পর্যন্ত ১৪২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ১০৭ জন।
বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন আছেন ৩৫ জন।
এদিকে, ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় টাঙ্গাইলের হাসপাতালগুলাতে আলাদা করে ডেঙ্গু ওয়ার্ড চালু করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, জুলাই ২৩, ২০২৩
এমএইচএস