ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে চারতলা থেকে পড়ে রংমিস্ত্রি নিহত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
গাজীপুরে চারতলা থেকে পড়ে রংমিস্ত্রি নিহত প্রতীকী ছবি

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার চৈতরপাড়া এলাকায় নির্মাণাধীন স্কুল ভবনের রং করতে গিয়ে চারতলা থেকে পড়ে এক রং মিস্ত্রি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে চৈতরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।

নিহত মিস্ত্রি হলেন- কালীগঞ্জ উপজেলার ভাইয়াসূতী এলাকার বাছির উদ্দিনের ছেলে আলমগীর হোসেন (৫৫)।

পুলিশ ও এলাকাবাসী জানান, কালীগঞ্জের চৈতরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের ৩ এবং ৪ তলার নির্মাণ কাজ চলছে। রং মিস্ত্রি আলমগীর হোসেন তার এক সহকারীকে সঙ্গে নিয়ে সকাল থেকে স্কুল ভবনে রং করতে শুরু করে। একপর্যায়ে চারতলার ফ্লোরে টেবিলের উপরে দাঁড়িয়ে ভবনের বিমে রং করছিল। এ সময় হঠাৎ আলমগীর হোসেন চারতলা থেকে ভবনের নিচে পড়ে যায়। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াহিদুজ্জামান জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩।
আরএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।