ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২৩
নাটোরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু

নাটোর: নাটোরের বাগাতিপাড়ায় রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবকের (২৫) মৃত্যু হয়েছে।

সোমবার (০৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ২২০ নম্বর বড়াল রেলব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

বাগাতিপাড়া এলাকায় রেলে কর্মরত লাইন মিস্ত্রি মো. আব্দুল আজিজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বাংলানিউজকে জানান, আজ সকাল ১০টার দিকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেন ২২০ নম্বর বড়াল রেলব্রিজ অতিক্রম করার সময় সেখানে দাঁড়িয়ে থাকা ওই যুবক হাত নাড়িয়ে ট্রেন থামানোর চেষ্টা করেন।

এ সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে তিনি গার্ডারে আটকে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ওই যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে স্থানীয় লোকজন জানিয়েছেন, ওই যুবক মানসিক প্রতিবন্ধী এবং ইতঃপূর্বে ওই এলাকায় তাকে ঘুরাফেরা করতে দেখা গেছে। বিষয়টি রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২৩ 
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।