ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২৩
রাজধানীতে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ঢাকা: ফেনী জেলার সদর এলাকায় শিশু ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি সৌরভ চৌধুরী শরীফ ওরফে ছাইদুর রহমানকে (২১) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে অধিনায়ক এডিশনাল ডিআইজি মো. ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে রাজধানী ঢাকার বিমানবন্দর এলাকায় অভিযান চালায় র‍্যাব-১০ এর একটি দল। অভিযানে ফেনী জেলা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার আসামি সৌরভকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় নাবালিকা মেয়ে ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি তিনি।

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আসামি ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। মামলা হওয়ার পর থেকে আসামি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল।  

আসামি সৌরভকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২৩
এমএমআই/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।