ঢাকা, বুধবার, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৩
রাজধানীতে ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর ধোলাইপাড়ে ডাকাতি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামি আনছার আলীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে ধোলাইপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

র‌্যাব-১০ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মো. ফরিদ উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে র‌্যাব-১০ এর একটি দল যাত্রাবাড়ী থানার ধোলাইপাড় মোড় এলাকায় অভিযান চালায়। অভিযানে সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আনছার আলীকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন ও নগদ ৮০ হাজার টাকা জব্দ করা হয়।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে আসামি ওই মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করেছে। মামলা হওয়ার পর থেকে রাজধানীর ধোলাইপাড়সহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল বলে জানা যায়।  

পরে আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৩
এমএমআই/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।