ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মা ইলিশ রক্ষায় জেলেদের সঙ্গে নৌ পুলিশের মতবিনিময় 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৩
মা ইলিশ রক্ষায় জেলেদের সঙ্গে নৌ পুলিশের মতবিনিময় 

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে মা ইলিশ সংরক্ষণে জেলেদের সঙ্গে মতবিনিময় করেছেন চরজানাজাত নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা।  

‘নৌ পুলিশকে সহযোগিতা করি, নিষিদ্ধকালীন মা ইলিশ না ধরি’ স্লোগানকে সামনে রেখে রোববার (৮ অক্টোবর) দুপুরে শিবচরের পদ্মাপাড়ের ইউনিয়ন চরজানাজাতের সামাদ খান বাজারে এ সভা হয়।

 

চরজানাজাত নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুর রহমান খানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পুলিশের ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার মো. আশিক সাঈদ।  

সভায় শিবচরের চরজানাজাতসহ বিভিন্ন এলাকার শতাধিক জেলে ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।  

এসময় মা ইলিশ সংরক্ষণে ১২ অক্টোবর থেকে আগামী ২ নভেম্বর পর্যন্ত ইলিশ মাছ ধরা বন্ধ রাখতে স্থানীয় জেলেদের সচেতন করা হয়।  

এসময় বক্তব্য দেন পুলিশ সুপার মো. আশিক সাঈদ, উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম, স্থানীয় হীরা খান, ফয়জল মোল্লাসহ অনেকে।

উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম বলেন,১২ অক্টোবর থেকে ২ নভেম্বর ইলিশের প্রজনন মৌসুম। মোট ২২ দিন পদ্মানদীসহ সব স্থানেই ইলিশ শিকার নিষিদ্ধ থাকবে। এসময় আপনারা (জেলে) নদীতে কেউ নামবেন না। আপনাদের মাছ ধরার ট্রলার যেন নদীতে না চলে। আমরা চাই, নির্বিঘ্নে মা ইলিশ ডিম ছাড়বে। আপনারা আমাদের সহযোগিতা করবেন। সবাইকে সচেতন করবেন।

সভায় শিবচর মৎস্য কর্মকর্তা, নৌ পুলিশের সদস্যরা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জেলেরা উপস্থিত ছিলেন। এসময় জেলেদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।