ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রায়েরবাগে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৪
রায়েরবাগে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৩৫) এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (০১ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।

এর আগে, রোববার (৩১ ডিসেম্বর) দিনগত রাত ৩টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক রায়েরবাগ ফুটওভার ব্রিজের ২০০ গজ পূর্বে ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

যাত্রাবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওসমান আলী জানান, রাতে হেঁটে সড়ক অতিক্রম করার সময় যে কোনো যানবাহনের চাপায় ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। তার পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ওই যুবকের পরনে ছিল কালো ফুল শার্ট, কালো ট্রাউজার।

বাংলাদেশ সময়: ০৮৪২ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৪
এজেডএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।