ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে ৪ দোকান পুড়ে ছাই, ২২ লাখ টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৫, জানুয়ারি ২২, ২০২৪
গোপালগঞ্জে ৪ দোকান পুড়ে ছাই, ২২ লাখ টাকার ক্ষতি

গোপালগঞ্জ: গোপালগঞ্জে চার দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

সোমাবর (২২ জানুয়ারি) ভোরে মুকসুদপুর উপজেলার সালিনাবক্সা বাজারে বিদ্যুতের শটসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানায়ীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
 
জানা গেছে, আগুনে নিরাঞ্জন মল্লিকের ওষুধের দোকান, এনায়েত হোসেনের ওষুধের দোকান, লাবু মোল্যার মুদি দোকান এবং স্বপন সরকারের সেলুন পুড়ে ছাই হয়ে যায়।
 
মুদি দোকানের মালিক লাবু মোল্যা জানান, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়িতে যাই। ভোর রাতে শুনি দোকানে আগুন লেগেছে। দোকান থেকে এক টাকার পণ্যও বের করতে পারিনি। সব পুড়ে ছাই হয়ে গেছে।  আমি নিঃস্ব হয়ে গেছি। আমি সরকারের কাছে সাহায্যের অনুরোধ জানাই।
 
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। এ ব্যাপরে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।