ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে হেরোইনসহ দুই মাদককারবারি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৪
রাজধানীতে হেরোইনসহ দুই মাদককারবারি আটক

ঢাকা: রাজধানীতে হেরোইনসহ দুই মাদককারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর খিলগাঁও থানার তিলপাপাড়ার জোড়পুকুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবি পুলিশ মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিম।

 

আটক দুজন হলেন লিটন চন্দ্র দাস ও রাকেশ চন্দ্র দাস।

খিলগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খিলগাঁও থানার তিলপাপাড়ার জোড়পুকুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০০ গ্রাম হেরোইন ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

তিনি জানান, আসামিরা ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। আটকদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২৪
এমএমআই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।