ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

তিন দিনব্যাপী ‘সেইফ ফুড কার্নিভাল’ শুরু হচ্ছে ৮ ফেব্রুয়ারি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৪
তিন দিনব্যাপী ‘সেইফ ফুড কার্নিভাল’ শুরু হচ্ছে ৮ ফেব্রুয়ারি 

ঢাকা: নিরাপদ খাদ্যের ধারণা সবার মধ্যে ছড়িয়ে দিতে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সেইফ ফুড কার্নিভাল-২০২৪’। আগামী ৮ ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুরু হচ্ছে তিন দিনব্যাপী এই কার্নিভাল।

যা চলবে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএসএফএ) আয়োজিত এই কার্নিভালে নিরাপদ খাদ্যের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি এই সেক্টরে উদ্যোক্তা তৈরি, জিআই পণ্যের নিরাপদতা নিশ্চিত করা, বিশ্বের কাছে বাংলাদেশের পণ্যের ব্রান্ডিং, ব্যক্তিগত হাইজিং শিখন, বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ, পোড়া তেলের স্বাস্থ্যঝুঁকি অবহতিকরণ বিষয়ে গুরুত্ব দেয়া হবে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান মো. আব্দুল কাইউম সরকার।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশে ফুড কার্নিভাল কয়েকবার হয়েছে। তবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রথমবারের মতো নিরাপদ খাদ্য বিষয়ক কার্নিভাল করতে যাচ্ছে। এটির অন্যতম উদ্দেশ্য খাদ্য উৎপাদকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।

কার্নিভালের বিষয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, ৮ ফেব্রুয়ারি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এরপরই অনুষ্ঠিত হবে বিভিন্ন এলাকার খাবার নিয়ে আঞ্চলিক বিতর্ক। ওইদিন গম্ভীরায় সুরে সুরে নিরাপদ খাদ্য বিষয়ক বার্তা দেয়া হবে। সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে দিয়ে শেষ হবে প্রথমদিনের কার্যক্রম।

৯ ফেব্রুয়ারি শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা দিয়ে শুরু হবে কার্নিভালের ২য় দিনের কার্যক্রম। এরপর দিনব্যাপী পর্যায়ক্রমে ডমিনোজ পিৎজা কর্তৃক লাইভ পিৎজা প্রদর্শনী, আন্তর্জাতিক কুইজিন প্রদর্শনী, ম্যাজিক শো, সাংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌসের নিরাপদ খাদ্য বিষয়ক সেলিব্রিটি বার্তা, সাংস্কৃতিক পরিবেশনা, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় জিআই পণ্য এবং অর্গানিক ফুডের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।

কার্নিভালের শেষ দিনে ১০ ফেব্রুয়ারি সকালে শুরু হবে পিঠা প্রতিযোগিতা। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজিন প্রদর্শনী, পুতুল নাচ প্রদর্শনী শেষে শুরু হবে সমাপনী অনুষ্ঠান।  সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র. আ. ম. উবায়দুল মোক্তাদির।

এই কার্নিভালে ৭০টি প্রতিষ্ঠান অংশ নিবে। এদের মধ্যে রয়েছে, আকিজ, প্রাণ, কোকাকোলা, ফিনলে, বেঙ্গলমিট, ইউনিলিভার, নেসলে, ডমিনোজ, আবুল খায়ের, স্কয়ার গ্রুপ। মিষ্টান্ন দোকানের মধ্যে থাকবে, বনফুল, ওয়েলফুড, প্রিমিয়াম সুইটস, বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার, বনলতা সুইটস, ভাগ্যকূল, ব্রেড এন্ড বিয়ন্ড, সুমি'স হট কেক, ননী। ফাইভ স্টার হোটেলের মধ্য থাকবে, হলিডে ইন, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ক্রাউন প্লাজা, প্যান প্যাসিফিক, ঢাকা রিজেন্সী, হোটেল আমারি।

ঐতিহ্যবাহী খাবারের মধ্যে থাকবে কক্সবাজারের শালিক, মুক্তাগাছার মন্ডা, রাজশাহীর কালাই, কুমিল্লার মাতৃভান্ডার, বগুড়ার দই, চট্টগ্রামের মেজবান প্রভৃতি। রেস্টুরেন্টের মধ্যে কেএফসি, পিজ্জজা হট, হারফি, বার্গার কিং, সুলতানস ডাইন ও কাচ্চি ভাই অংশ নেবে। এছাড়াও ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের প্রতিষ্ঠানের স্টল থাকবে। সেইফ ফুড কার্নিভাল থাকবে সবার জন্য উন্মুক্ত। যেসব স্টল ভালো করবে, তাদের বিশেষ সম্মাননা দেয়া হবে বলে জানায় আয়োজক সংস্থা।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৪

এসসি/এমএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।