ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

অনিরাপদ যাত্রায় ঘরে ফেরা মানুষ 

মাহিদুল মাহিদ, অতিথি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৪
অনিরাপদ যাত্রায় ঘরে ফেরা মানুষ 

সাভার: ঈদুল ফিতর উপলক্ষে প্রথম ধাপে শিল্পাঞ্চলের বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করেছে। ফলে বিকেল থেকে সড়কে ঘরে ফেরা মানুষের চাপ বাড়তে শুরু করেছে।

তাদের মধ্যে অনেকেই অনিরাপদ যাত্রা বেছে নিয়েছেন। ট্রাক-পিকআপ কিংবা যানবাহনের ছাদে বসে গ্রামে ফিরছেন তারা।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেল ৪টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় গিয়ে দেখা যায়, সামান্য অর্থ বাঁচাতে মুরগী বহনকারী পিকআপ ও ট্রাকে করে গ্রামের পথে রওনা হচ্ছেন অনেকেই। শত শত কিলোমিটার এভাবেই ঝুঁকি নিয়ে পাড়ি দেবেন তারা।

পিকআপের মুরগী বহন করা খাঁচার ওপর বসে বগুড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন পোশাককর্মী রাবুল হাসান। তিনি ৪ সহকর্মীর সঙ্গে পিক-আপের মুরগী বহন করা খাঁচার ওপরে বসেছেন। রাবুল হাসান বাংলানিউজকে বলেন, আমরা ব্যাচেলর মানুষ। দ্রুত ও কম খরচে বাড়ি পৌঁছতে পারলেই হলো। বাসের অপেক্ষায় দীর্ঘসময় ছিলাম। ভাড়া অনেক বেশি চেয়েছে। পরে মুরগী আনলোড করে এই পিকআপ বগুড়া ফিরছিল। হাত উঠাতেই দাঁড়িয়ে গেলো। জন প্রতি ৩০০ টাকা করে আমাদের বগুড়া নিয়ে যাচ্ছে।

মুরগীবাহী পিকআপের চালক ইউনুস বলেন, আমরা বগুড়া থেকে মুরগী নিয়ে সাভারে এসেছিলাম। গাড়ি আনলোড করে ফেরার সময় এই ৫ জন হাত উঠিয়ে ইশারা করেন। গাড়ি থামাতেই তারা উঠে পরেন। তাদের পিকআপে নিতে না চাইলেও তারা জোরপূর্বক উঠে যায়। আজ মানুষ ও যানবাহনের তেমন চাপ নাই। তাই চিন্তা করলাম নিয়ে যাই।

পিকআপে করে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন আনিছার রহমান। তিনি বাংলানিউজকে বলেন, আমরা গার্মেন্টসে কাজ করি। যদি দুই হাজার টাকা বাঁচাতে পারি তাহলে ছেলেমেয়েদের পেছনে খরচ করতে পারি। আর গাড়িতেই যদি ৫ জনে ৫ হাজার টাকা দেই তাহলে বাড়ি গিয়ে খাবো কি। পিকআপে আমরা প্রতিবারই যাই। এবারও যাচ্ছি। দুর্ঘটনা বলে আসে না। অনিরাপদ যাত্রা হলেও টাকা বাঁচাতে হলে পিকআপেই যেতে হবে।

অপর পিকআপের চালক আলমগীর বাংলানিউজকে বলেন, যাত্রীরা জোর করে পিকআপে উঠে পড়েছে। তারা উঠে আর নামে না। বাধ্য হয়েই তাদের নিয়ে যাচ্ছি। যাত্রীরা সবাই রাজশাহী যাবেন। ৫০০ টাকা করে তারা ভাড়া দিয়েছেন।

অনিরাপদ যাত্রার ব্যাপারে সাভার হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বাবুল আক্তার বাংলানিউজকে বলেন, হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি স্যারের নির্দেশনা রয়েছে, পিকআপ কিংবা ট্রাকে যাত্রা করলেই কিংবা যাত্রী উঠানো হলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৪
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।