ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৪
যাত্রাবাড়ীতে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ঢাকা: রাজবাড়ী জেলার বালিয়াকান্দী এলাকায় চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি সিরাজ শেখকে (৫৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)।

রোববার (৭ এপ্রিল) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (৮ এপ্রিল) দুপুরে র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এম জে সোহেল বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৭ এপ্রিল) বিকেলে ৩টার দিকে র‌্যাব-১০ এর দুইটি আভিযানিক দল রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার নারী ও শিশু নির্যাতন আইনের মামলার পলাতক প্রধান আসামি সিরাজকে গ্রেপ্তার করা হয়।  

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আসামি ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি বলে স্বীকার করেছে। তিনি ওই মামলার পর থেকে নিজেকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। আসামি সিরাজকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওই র‌্যাব কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৪
এমএমআই/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।