ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক: বিআরটিএ চেয়ারম্যান 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৪
এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক: বিআরটিএ চেয়ারম্যান 

ঢাকা: এবার সড়ক-মহাসড়কে যানজট কম ছিল, দুর্ঘটনাও কম হয়েছে। গত কয়েকবছরের তুলনায় এবারের ঈদ যাত্রা স্বস্তি দায়ক হয়েছে বলে জানিয়েছেন 
বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।


 
বুধবার (৯ এপ্রিল) দুপুরে গাবতলী বাস টার্মিনালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে সাংবাদিকদের এসব কথা বিআরটিএ চেয়ারম্যান। সকাল সাড়ে ১১ টার দিকে তিনি গাবতলি আসেন। এসময় তিনি কয়েকটি কাউন্টার ও একাধিক যাত্রীর সঙ্গে কথা বলেন। তবে তিনি কোন অনিয়মের অভিযোগ পাননি।

পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেন, ঈদ যাত্রার সপ্তম দিনে গাবতলিতে যাত্রী নেই বললেই চলে। বিগত কয়েক বছরের তুলনায় এবারের ঈদ যাত্রা অনেক নিরাপদ ও স্বস্তিদায়ক হয়েছে। যানজট ও দুর্ঘটনা এবার কম ছিল। ফিরতি যাত্রা যেনো এমন নির্বঘ্ন হয় সেই লক্ষ্যে আমরা কাজ করছি।

নূর মোহাম্মদ মজুমদার বলেন, গার্মেন্টস ছুটি হওয়ার কারণে গত দুই দিন সড়কে যানজট ছিল। কোথাও বাস ধীর গতিতে চলেছে। অনেক গুলো পরিবহনের মধ্যে ২-৪ টা পরিবহন অতিরিক্ত ভাড়া নেওয়ার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

চার্টে যে ভাড়া রয়েছে তা বিআরটিএ বাড়িয়ে নির্ধারণ করেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্প্রতি জ্বালানি তেলের দাম দুই দফায় ৩ টাকা কমেছে। সেটা বিবেচনায় নিয়ে ভাড়া কিলোমিটার প্রতি ৩ পয়সা কমানো হয়েছে। ভাড়ার তালিকা আপডেট করে আমরা প্রতিটি কাউন্টারে দিয়েছি।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা,এপ্রিল ১০, ২০২৪
এমএমআই/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।