ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

পলাশবাড়ীতে ঈদের আগের দিন আগুনে কৃষকের ঘর পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৪
পলাশবাড়ীতে ঈদের আগের দিন আগুনে কৃষকের ঘর পুড়ে ছাই

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে ঈদের আগের দিন আগুনে এক কৃষকের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার মহদীপুর ইউপির দয়ারপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুর ১২ টার দিকে ওই গ্রামের কৃষক মুছা কলিমুল্লাহর ঘরে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই চারটি বসতঘরসহ যাবতীয় আসবাব পত্র পুড়ে ছাই হয়ে যায়।  

পলাশবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এই ব্যাপারে মহদীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল বলেন, ঈদের একদিন আগে এ ধরনের ঘটনা পরিবারটির জন্য খুবই বেদনাদায়ক। পরিষদের পক্ষ থেকে এবং ব্যক্তিগত তহবিল থেকে পরিবারটিকে সহযোগিতা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা,এপ্রিল ১০,২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।