ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

মুক্তিপণ আদায়কারী চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৭ ঘণ্টা, মে ২, ২০২৪
মুক্তিপণ আদায়কারী চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৭

ঢাকা: কষ্টিপাথরের মূর্তি ও বিভিন্ন ধাতব মুদ্রার অবৈধ ব্যবসা পরিচালনাকারী এবং মুক্তিপণ আদায়কারী চক্রের মূলহোতা খোকন হাজী (৬৫)-সহ সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।

বৃহস্পতিবার (২ মে) রাতে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার অন্যান্য আসামিদের নাম ও পরিচয় জানায়নি র্যাব।  এ সময় ভিকটিম আনোয়ার হোসেন খান (৪৪) উদ্ধার করা হয়।

র্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আজাহার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মুক্তিপণ আদায়কারী চক্রের মূলহোতাসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।  শুক্রবার (৩ মে) সকাল ১১টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।  

বাংলাদেশ সময়: ২২৪২ ঘণ্টা, মে ০২, ২০২৪
এমএমআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।