ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বেনাপোলে কাস্টমস কর্মকর্তাকে ছুরিকাঘাতের প্রতিবাদে মানববন্ধন

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, জুন ১০, ২০২৪
বেনাপোলে কাস্টমস কর্মকর্তাকে ছুরিকাঘাতের প্রতিবাদে মানববন্ধন

বেনাপোল (যশোর): বেনাপোল কাস্টমসের কর্মকর্তা রাফিউল ইসলামকে ছুরিকাঘাতে ঘটনায় ৩ দিন পেরিয়ে গেলেও প্রশাসন আসামি আটক করতে না পারায় ৪৮ ঘণ্টার আল্টিমেটম দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।  

সোমবার (১০ জুন) বিকেল ৪টার সময় বেনাপোল কাস্টমস হাউসের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে এ আল্টিমেট দেওয়া হয়।

 

এসময় বেনাপোল কাস্টমসের রাজস্ব কর্মকর্তা ও বাংলাদেশ কাস্টমস অ্যান্ড ভ্যাট অফিসার অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি (বাকাঅ্যাভ) মিজানুর রহমান বক্তব্যে বলেন, গত ৬ জুন রাতে বেনাপোল কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা রাফিউল ইসলামকে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এ ঘটনার ৩ দিন পেরিয়ে গেলেও প্রশাসন এখন প্রর্যন্ত আসামিকে আটক করতে পারেনি।  

এসময় তিনি প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যদি প্রশাসন দুর্বৃত্তদের আটক করতে না পারে তাহলে বৃহত্তর কর্মসূচি পালন করা হবে এবং পরে যদি কোনো অপ্রিতিকর ঘটনার সৃষ্টি হয় তাহলে তার দায়ভার সম্পূর্ণ প্রশাসনকে নিতে হবে।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, জুন ১০, ২০২৪
এমএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।