ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

কোরবানির মাংস গলায় আটকে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, জুন ১৮, ২০২৪
কোরবানির মাংস গলায় আটকে যুবকের মৃত্যু

রাজবাড়ী: বালিয়াকান্দি উপজেলায় কোরবানির মাংস খাওয়ার সময় ইমরান হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তার গলায় মাংস আটকে গিয়েছিল।

সোমবার (১৭ জুন) বিকেল ৪টার দিকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ইমরানের মৃত্যু হয়। তিনি নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া এলাকার বাসিন্দা। বাবার নাম আবুল কাসেম।

স্থানীয় বাসিন্দা রিপন হোসেন বলেন, কোরবানির মাংস খাওয়ার সময় ইমরানের গলায় একটি টুকরা আটকে যায়। দ্রুত তাকে বালিয়াকান্দি উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

বালিয়াকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাসির উদ্দীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জুন ১৮, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।