ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে জামায়াত-বিএনপি ও বিশিষ্টজনদের বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, আগস্ট ৫, ২০২৪
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে জামায়াত-বিএনপি ও বিশিষ্টজনদের বৈঠক

ঢাকা: বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীরসহ বিভিন্ন রাজনৈতিক নেতা ও সমাজের কয়েকজন বিশিষ্ট ব্যক্তি।

সোমবার (৫ আগস্ট) রাতে অনুষ্ঠিত এ বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির নেতা মির্জা আব্বাস, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টির জি এম কাদের, মজিবুল হক চুন্নু, আনিসুল হক, হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক, মাহাবুবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল, মেজর জেনারেল ফজলে রাব্বি (অব.), জাকের পার্টির শামীম হায়দার, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা জালাল উদ্দীন আহমদ, হেফাজত ইসলামের মুফতি মনির কাসেমী, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, ফিরোজ আহমেদ, সৈয়দ ফজলুল করিম, আশরাফুল আলম।

এর আগে দুপুরে সেনা সদরদপ্তরে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, আগস্ট ৫, ২০২৪
এমইউএম/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।