ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জামালপুর কারাগারে থেমে থেমে চলছে গুলি, তিন কারারক্ষী আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৪
জামালপুর কারাগারে থেমে থেমে চলছে গুলি, তিন কারারক্ষী আহত

জামালপুর: জামালপুর জেলা কারাগারে দুই ঘণ্টা ধরে থেমে থেমে গুলি চলছে৷ আগুন দেওয়া হয়েছে বিভিন্ন স্থানে। এসময় তিনজন কারারক্ষী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (০৮ আগস্ট) দুপুর ২টার দিকে জেলা কারাগারে হামলা করে একদল দুর্বৃত্ত। এখানো সেখানে গুলি চলছে।  

আহত কারারক্ষীরা হলেন- রোকনুজ্জামান, সাদেক আলী ও জাহিদুল ইসলাম।  

স্থানীয়রা জানান, দুপুরে ভেতরে কারাবন্দিরা তাদের নিজেদের থাকার জায়গায় আগুন ধরিয়ে দেন। পরে কারাগারের ভেতরের একটি ফটক ভেঙে ফেলেন তারা। এরপর দ্বিতীয় ফটক ভাঙার সময় কারারক্ষীরা তাদের আটকানোর চেষ্টা করতে ফাঁকা গুলি ছোড়েন৷ এরপর শুরু হয় একাধারে গুলি। সেনাবাহিনীর সদস্যরা কারগারের চারদিকে অবস্থান নিয়েছেন।  

আট শতাধিক বন্দি রয়েছেন এ কারগারে৷ কারাবন্দিদের উদ্দেশে মাইকিং করে সতর্ক করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।