ঢাকা, রবিবার, ৩ ভাদ্র ১৪৩১, ১৮ আগস্ট ২০২৪, ১২ সফর ১৪৪৬

জাতীয়

ফল প্রকাশের দাবি জুনিয়র ইন্সট্রাক্টরদের 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৪
ফল প্রকাশের দাবি জুনিয়র ইন্সট্রাক্টরদের 

ঢাকা: ফলাফল প্রকাশের দাবি জানিয়ে আন্দোলনের নেমেছে জুনিয়র ইন্সট্রাক্টররা।  

রোববার (১৮ আগস্ট) সকাল নয়টার দিকে বাংলাদেশ কর্ম কমিশনের সামনে আন্দোলনকারীরা বিক্ষোভ করছে।

আজ থেকে ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত অনিষ্টকালের বিক্ষোভ ও আমরণ অনশন কর্মসূচির ডাক দিয়েছেন তারা।

জুনিয়র ইন্সট্রাক্টর ফলাফল প্রত্যাশীদের সমন্বয়ক মো. ইমরান হোসেন জানান, প্রথমে নতুন বাংলাদেশের বাস্তবায়নে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। সরকারি বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট ও মনোটেকনিক ও টেকনিক্যাল স্কুলে শিক্ষক সংকট চরমে। সারা বাংলাদেশে কারিগরি শিক্ষা প্রয়োজনের মাত্র ১৮ শতাংশ শিক্ষক দ্বারা খুড়িয়ে খুড়িয়ে চলছে।  

দীর্ঘ এই শিক্ষক সংকট নিরসনে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অধীনে ২০২১ সালের ২৬ অক্টোবরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এরপর আমাদের জীবন থেকে চারটি বছর কেড়ে নেওয়া হয়েছে। তাই আমরা জোর দাবি জানাই আজকের ভিতর আমাদের ফলাফল প্রকাশ করার।


বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৪
এমএমআই/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।