ঢাকা, রবিবার, ৩ ভাদ্র ১৪৩১, ১৮ আগস্ট ২০২৪, ১২ সফর ১৪৪৬

জাতীয়

চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে সড়কে গ্রাম পুলিশের সদস্যরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৪
চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে সড়কে গ্রাম পুলিশের সদস্যরা ছবি: শাকিল আহমেদ

ঢাকা: চাকরি জাতীয়করণের এক দফা দাবি আদায়ে সড়কে নেমে এসেছেন গ্রাম পুলিশের সদস্যরা।

রোববার (১৮ আগস্ট) সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করে প্রায় অর্ধসহস্রাধিক গ্রাম পুলিশের সদস্যদের বিক্ষোভ সমাবেশ করতে দেখা যায়।

দুপুর ২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করছেন। এতে পল্টন থেকে মৎস্য ভবনমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া গ্রাম পুলিশের সদস্যরা বলেন, তারা দিন-রাত ডিউটি করেও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে তাদের পরিবার-পরিজন নিয়ে দুর্বিষহ জীবন-যাপন করছেন। তাই তারা তাদের চাকরি জাতীয়করণ চান।

দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না বলে জানান। এমনকি প্রয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে গিয়েও আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৪
এসসি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।