ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ডিসি অফিস ঘেরাও করে ধর্ষকদের গ্রেপ্তার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৪
ডিসি অফিস ঘেরাও করে ধর্ষকদের গ্রেপ্তার দাবি

খাগড়াছড়ি: রামগড় উপজেলায় এক নারীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ও ঘেরাও করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে সংঘাত ও বৈষম্যবিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনের ব্যানারে খাগড়াছড়ি গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এতে হাজারো শিক্ষার্থী অংশ নেয়। পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে। প্রায় আধা ঘণ্টা সেখানে অবস্থান নেয়।

পরে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান ও পুলিশ সুপার মুক্তা ধর ধর্ষকদের গ্রেপ্তার ও ভিকটিমকে সহায়তায় আশ্বাস দেওয়ায় শিক্ষার্থীরা ফিরে আসেন।

পরে শহরের চেঙ্গী স্কয়ারে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন হিতার্থ চাকমা, সুকন চাকমা, তোশিতা চাকমা প্রমুখ।

বক্তারা, প্রশাসনকে ধর্ষকদের গ্রেপ্তারে পাঁচ দিনের আল্টিমেটাম দেন। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন। একইসঙ্গে রাঙ্গামাটিতে পৃথক ধর্ষণ চেষ্টাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৪
এডি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।