ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ভারতের বাঁধ ছাড়াকে আকস্মিক বন্যা বললে ভুল হবে: সমন্বয়ক হাসিবুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৪
ভারতের বাঁধ ছাড়াকে আকস্মিক বন্যা বললে ভুল হবে: সমন্বয়ক হাসিবুল

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিবুল ইসলাম বলেছেন, ‘ভারত বাঁধ ছাড়ার ফলে পানিতে তলিয়ে যদি (বাংলাদেশের) মানুষ মারা যায়, তাহলে সেটাকে শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগ কিংবা উজান থেকে নেমে আসা পানি কিংবা আকস্মিক বন্যা বলে উড়িয়ে দিলে ভুল হবে। ’

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে মন্ত্রণালয় ও সশস্ত্রবাহিনীর যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এ সমন্বয়ক বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে তারা যেন বিষয়টি আরও ক্লিয়ার করে। প্রয়োজনে তদন্ত সাপেক্ষে যে বিষয়টি সত্য সেটি যেন আমাদের জনগণের সামনে তুলে ধরা হয়। ’

তিনি আরও বলেন, ‘দেশে একটি রাজনৈতিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আমাদের দেশে একটি জাতীয় সংকট চলমান আছে। এই জাতীয় সংকট নিরসনে সরকারের পাশাপাশি ছাত্রজনতা থেকে শুরু করে প্রশাসনের সবাইকে কিন্তু এই সংকট নিরসনে এগিয়ে আসতে হবে। ’

সমন্বয়ক হাসিবুল ইসলাম বলেন, ‘আমরা শিক্ষার্থীরা গত ছয়দিন ধরে ত্রাণ সংগ্রহ ও বিতরণের কাজ করছি। টিএসসিতে নগদ অর্থ সংগ্রহ করি। বিকাশ, রকেট ও নগদের মার্চেন্ট নম্বর ও ব্যাংক অ্যাকাউন্টসহ সব জায়গায় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। ’ 

আরেক সমন্বয়ক লুৎফর রহমান বলেন, ‘গত ছয়দিনে আমাদের নগদ অর্থ সংগ্রহ হয়েছে পাঁচ কোটি ৭৩ লাখ ৯৯ হাজার ৬৯০ টাকা। বিকাশ, নগদ, রকেটের জমা হয়েছে প্রায় ৬০ লাখ টাকা, এটি আরও বেশি হবে। যে পরিমাণ ত্রাণ আসছে সেগুলো আমরা প্যাকেজিং হওয়ার পর সারাদেশের বন্যা দুর্গত এলাকায় পৌঁছে দিচ্ছি। সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ত্রাণ কার্যক্রমে সহায়তা করছে। অনেকে তাদের বিয়ের গহনা দিয়ে এই কার্যক্রমে অংশগ্রহণও করছে। বাংলাদেশের মানুষ এক ও অভিন্ন যে কোনো সংকট নিরসনে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে সেটি স্পষ্ট। ’

বাংলাদেশ সময়: ০৮২৪ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৪
জিসিজি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।