ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

হত্যার পর কচুরিপানা দিয়ে ডেকে রাখা হয় বৃদ্ধের মরদেহ

অতিথি করেসপন্ডেন্ট, সাভার (ঢাকা) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৪
হত্যার পর কচুরিপানা দিয়ে ডেকে রাখা হয় বৃদ্ধের মরদেহ

ঢাকা: ধামরাইয়ে নিখোঁজের ১১ দিন পর ইদ্রিস আলী (৭৫) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) নাছির উদ্দিন।

এর আগে দুপুরে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের মাখুলিয়া আকশির নগরের একটি পুকুরের কচুরিপানার নিচ থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইদ্রিস আলী ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের বড়কুশিয়াড়া গ্রামের বাসিন্দা। তিনি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার বাবুল মিয়ার বাবা।

পুলিশ জানায়, গত ১১ দিন আগে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় হাটতে যায় ইদ্রিস আলী। তারপর তিনি আর বাড়ি ফেরেননি। এরপর অনেক খোঁজাখুঁজি করার এক পর্যায়ে আকশির নগরের একটি পুকুরের কচুরিপানার নিচে ইদ্রিস আলীর লুঙ্গি দেখতে পায় এলাকাবাসী। পরে থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) নাছির উদ্দিন বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।