ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বৈরী আবহাওয়ায় বরিশালের অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৪
বৈরী আবহাওয়ায় বরিশালের অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ

বরিশাল: বৈরী আবহাওয়ার কারণে বরিশালের অভ্যন্তরীণ ১০ রুটের লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটা থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বরিশাল নৌ-বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক।

বরিশাল আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রুবেল হাওলাদার জানান, গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে বায়ু চাপের তারতম্য হয়েছে। এ কারণে বরিশাল বিভাগের বিভিন্নস্থানে ভারী ও অতিভারী বৃষ্টি হচ্ছে। যা আরও ৪৮ ঘণ্টা অব্যাহত থাকবে। এ কারণে ঝড়ো বাতাস বইছে। নদ-নদীর পানি বাড়বে। তাই সমুদ্র বন্দরকে ৩ ও নৌ বন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

বরিশাল নৌ-বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ঝড়ো বাতাসের কারণে ছোট লঞ্চ বিকেল সাড়ে চারটা থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে অভ্যন্তরীণ ১০ টি রুটের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। ঢাকা বরিশাল রুটের লঞ্চের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৪
এমএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।