ঢাকা, বুধবার, ৩ আশ্বিন ১৪৩১, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় কয়েক মিনিটের নৈরাজ্য, ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৪
এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় কয়েক মিনিটের নৈরাজ্য, ভিডিও ভাইরাল

ঢাকা: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কুড়িল টোল প্লাজায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় টোল প্লাজায় দায়িত্বরত কর্মীদের মারধরও করা হয়।

কয়েক মিনিটের এ নৈরাজ্যের ভিডিও ভাইরাল হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

সকাল ৯টার কিছু সময় পড়ে ঘটনাটি ঘটে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ভিডিওতে দেখা যায়, ৩০ থেকে ৪০ জনকে নিয়ে একটি পিকআপ টোল প্লাজায় আসে। পিকআপটি টোল বুথে এলে সেখানকার কর্মীদের সঙ্গে আগতদের তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে পাঞ্জাবি পরিহিত এক যুবক টোল প্লাজার ব্যারিকেড বার ভেঙে ফেলেন। এর অল্প সময় পরই প্লাজার কর্মীদের সঙ্গে তারা হাতাহাতিতে জড়ান। এ সময় টোল বুথের ভেতরে থাকা এক কর্মীকে মারধরও করেন পিকআপে থাকা কয়েকজন যুবক।

এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প পরিচালক এ এইচ এম আখতার বিষয়টি সম্পর্কে বলেন, আমরা লোকজন ভর্তি পিকআপ অ্যালাউ করি না। টোল প্লাজায় তাদের এ কথা বলা হয়। কিন্তু তারা মানতে চাননি। এ সময় সেখানকার কর্মীদের সঙ্গে পিকআপে আসা লোকজনের তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে তারা হাতাহাতি-মারামারি করেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পরে পুলিশ এসে তাদের নিয়ে গেছে।

পিকআপ ভ্যানটিতে চড়ে কারা যাচ্ছিল, সে সম্পর্কে কিছু জানাতে পারেননি এ এইচ এম আখতার।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।