ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ড. ইউনূস-শেহবাজ বৈঠক, সম্পর্ক পুনরুজ্জীবিত করবে বাংলাদেশ-পাকিস্তান

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
ড. ইউনূস-শেহবাজ বৈঠক, সম্পর্ক পুনরুজ্জীবিত করবে বাংলাদেশ-পাকিস্তান ছবি: পিআইডি

ঢাকা: নিউইর্য়কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরিফ। বৈঠকে দুই দেশের সম্পর্ক পুনরুজ্জীবিত করার বিষয়ে একমত হয়েছেন দুই নেতা।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বুধবার (সেপ্টেম্বর ২৫) জাতিসংঘ সদর দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ড. মুহাম্মদ ইউনূস এবং শেহবাজ শরিফ বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যেকার দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা পুনরুজ্জীবিত করার ওপর গুরুত্বারোপ করেন।

আঞ্চলিক সহযোগিতার জন্য দক্ষিণ এশিয়ার শীর্ষ প্লাটফর্ম সার্ককে পুনরুজ্জীবিত করার আহ্বান জানান এবং এক্ষেত্রে পাকিস্তানে সহযোগিতা চান প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

তিনি বলেন, দুই দেশের মধ্যে সহযোগিতা পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে সার্ককে পুনরুজ্জীবিত করা একটা ভালো উপায় হতে পারে।

আঞ্চলিক প্লাটফর্ম সার্ককে পুনরুজ্জীবিত করার উদ্যোগে সমর্থনের প্রতিশ্রুতি দেন শেহবাজ শরীফ এবং এক্ষেত্রে দেশগুলোকে ধাপে ধাপে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন তিনি।

দুই দেশের সম্পর্ক পুনরুজ্জীবিত করা প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও পাকিস্তানের উচিত সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করা।

তিনি বলেন, আমাদের সম্পর্ক পুনরুজ্জীবিত করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের টেক্সটাইল এবং চামড়া শিল্পে বিনিয়োগে পাকিস্তানের আগ্রহের কথা জানান শেহবাজ শরীফ।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস দুই দেশের তরুণদের মধ্যে কর্মসূচি বিনিময়ের প্রস্তাব দেন।

দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা নবায়ন এবং যৌথ কমিশন সক্রিয় করার বিষয়ে আলাপ করেন দুই নেতা।

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন।

বাংলাদেশ সময়: ২২৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
এমইউএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।