ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৪
টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার মধ্যরাতে মহাসড়কের কালিহাতী লিংক রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।  

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নান্নু খান বলেন, রাত সাড়ে ১২টার দিকে জামালপুরগামী একটি বাস কালিহাতী লিংক রোড অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ফার্নিচারভর্তি ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

তিনি বলেন, বাস-ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২৪

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।