ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ভিমরুলের কামড়ে ভাই-বোন ও বাবার মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৪
ময়মনসিংহে ভিমরুলের কামড়ে ভাই-বোন ও বাবার মৃত্যু 

ময়মনসিংহ: ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ভিমরুলের কামড়ে বাবা ও তার দুই ছেলে-মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

শনিবার (১২ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।  

মৃতরা হলেন- মাওলানা আবুল কাসেম (৪৮), তার মেয়ে লাবিবা (৮) ও ছেলে সিফাতুল্লাহ (৬) ।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

তিনি জানান, মাওলানা আবুল কাসেম স্থানীয় ধোবাউড়ার দুধনই বাজারের মসজিদের ইমাম ছিলেন।  

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ধোবাউড়া উপজেলার অধিকাংশ এলাকা এখন বন্যা কবলিত। সকালে বাড়ি থেকে নৌকায় করে বাজারের উদ্দেশে রওনা দেন ইমাম আবুল কাশেম এবং তার দুই শিশু সন্তান। এ সময় একটি জঙ্গলের নিচ দিয়ে তাদের বহনকারী নৌকা যাওয়ার সময় ভিমরুলের চাকে আঘাত লাগে। এতে অসংখ্য ভিমরুল নৌকায় থাকা বাবা ও তার সন্তানদের আক্রমণ করে।  

এ ঘটনায় আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর বাবা ও মেয়ের মৃত্যু হয়। পরে রাতে ছেলে সিফাতও মারা যায়।  

এ ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু হলো। পরিবার এবং স্বজনের আহাজারিতে ভারি হয়ে উঠছে আকাশ বাতাস।  

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল হক।

বাংলাদেশ সময়: ২২২৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৪
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।