ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিক্রির জন্য আড়াই কোটি টাকার হেরোইনসহ অপেক্ষা করছিল যুবক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৪
বিক্রির জন্য আড়াই কোটি টাকার হেরোইনসহ অপেক্ষা করছিল যুবক

রাজশাহী: প্রায় আড়াই কোটি টাকার দুই কেজি ৪শ গ্রাম হেরোইনসহ সিরাজুল ইসলাম ওরফে আনন্দ (৩২) নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।  

হেরোইন বিক্রির জন্য অপেক্ষা করার সময় রাজশাহীর গোদাগাড়ী উপজেলা থেকে তাকে আটক করা হয়।

আটক ওই যুবক রাজশাহী মহানগরের শাহ মখদুম থানার সুজানগর পবাপাড়া এলাকার সানোয়ার হোসেনের ছেলে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১১টার দিকে নিজের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান এ তথ্য জানান।

রাজশাহীর পুলিশ সুপার গণমাধ্যমকর্মীদের জানান, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল সোমবার (১৪ অক্টোবর) দিনগত রাত ১২টার দিকে গোদাগাড়ী উপজেলার ছয়ঘাটি মোড়ে অভিযান পরিচালনা করে। ওই সময় সিরাজুল ইসলাম (৩২) ও ওমর ফারুক (৩৮) নামের আরেক ব্যক্তি হেরোইনগুলো নিয়ে ছয়ঘাটি মোড়ে বিক্রির উদ্দেশে অপেক্ষা করছিলেন। খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল সেখান থেকে দুই কেজি ৪শ গ্রাম হেরোইনসহ সিরাজুলকে হাতেনাতে আটক করে। এ সময় সেখান থেকে ওমর ফারুক কৌশলে পালিয়ে যান।

এসপি মো. আনিসুজ্জামান জানান, একজন পালিয়ে যেতে সক্ষম হলেও জিজ্ঞাসাবাদ শেষে এ ব্যাপারে দুইজনের বিরুদ্ধেই গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।  

এছাড়া পলাতক আসামি ওমর ফারুককেও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এসপি।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৪
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।