ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মিয়ানমারে সংঘাত-

ওপারে বিস্ফোরণ, এপারে আতংক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৪
ওপারে বিস্ফোরণ, এপারে আতংক

কক্সবাজার: মিয়ানমারের রাখাইনে বিদ্রোহী আরাকান আর্মির সঙ্গে সশস্ত্রবাহিনীর তীব্র লড়াই চলছে। নাফ নদীর ওপারে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

কক্সবাজারের টেকনাফ উপজেলার প্রায় ৩০ কিলোমিটার জুড়ে পরপর বিস্ফোরণের ভেসে এসেছে। রাতভর এ অবস্থার কারণে জনমনে আতংক ছড়িয়েছে সীমান্তে।

স্থানীয়রা জানান, টেকনাফ উপজেলার পৌরসভা, হ্নীলা, জাদিমুড়া, দমদমিয়া, নাইট্যংপাড়া, পৌরসভার জালিয়াপাড়া, নাজিরপাড়া, সাবরাং, শাহপরীর দ্বীপসহ, নাফ নদীর মোহনা সীমান্ত থেকে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ। মাঝে কয়েকদিন বন্ধ থাকলেও শনিবার রাত ৯টা থেকে ফের ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। ফলে এপারে ফের আতংক ছড়িয়ে পড়ে।

টেকনাফ নাইট্যংপাড়া বাসিন্দা মোহাম্মদ ইব্রাহিম জানান, শনিবার সারারাত ধরে তারা বিস্ফোরণের শব্দ শুনেছেন। আতংকে তারা ঘুমাতে পারেননি।

শাহপরীর দ্বীপ বাসিন্দা মো. ইসমাইল বলেন, মিয়ানমারের অভ্যন্তর থেকে ৫-১০ মিনিট পরপর মর্টারশেল বিস্ফোরণ হচ্ছে। শনিবার রাত ৯টা থেকে তারা বিকট শব্দ শুনছেন।

হ্নীলা ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ আলী এসব বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সীমান্ত এলাকার অনেক বাসিন্দা আমাকে এ তথ্য জানিয়েছেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী জানান, ওপারে যুদ্ধ চলছে। যে কারণে প্রায় সময় এপারে আতংক ছড়িয়ে পড়ছে। সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। মিয়ানমারে সংঘাতের জেরে কোনো রোহিঙ্গা নাগরিক যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য বিজিবি ও কোস্টগার্ড বাহিনীর সদস্যরা সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান ইউএনও।

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৪
এসবি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।