ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে ৪৭ কেজি হরিণের মাংসসহ ২ শিকারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
বাগেরহাটে ৪৭ কেজি হরিণের মাংসসহ ২ শিকারি আটক

বাগেরহাট: বাগেরহাটের মোংলায় ৪৭ কেজি হরিণের মাংসসহ দুই শিকারিকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলা।  

সোমবার (০৪ নভেম্বর) দুপুরে উপজেলার নালা এলাকায় অভিযান চালিয়ে একটি কাঠের নৌকা থেকে এই মাংস জব্দ ও দুই শিকারিকে আটক করা হয়।

জব্দ হরিণের মাংস ও আটকদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুন্দরবন পূর্ব বন বিভাগের ডাইংমারি অফিসে হস্তান্তর করা হয়েছে।

আটকরা হলেন- মোংলা উপজেলার মো. আসাদুল ইসলাম (২৭) ও মো. সয়দার শিহাব উদ্দিন (১৯)।

কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলার মিডিয়া কর্মকর্তা মুনতাছির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিণের মাংসসহ দুইজনকে আটক করা হয়েছে। হরিণের মাংস ও আটকদের ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুন্দরবন পূর্ব বন বিভাগের ডাইংমারি অফিসে হস্তান্তর করা হয়েছে। বন্যপ্রাণী ও সুন্দরবন রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।