ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাগুরায় ব্যবসায়ীর সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ, আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৪
মাগুরায় ব্যবসায়ীর সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ, আহত ২০

মাগুরা: মাগুরায় বসতবাড়ির পাশে মুরগির খামারের দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় ব্যবসায়ীর সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয়েছে। এতে বাড়িঘর ভাঙচুরসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে মাগুরা বালিয়াডাঙ্গা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রিফাত (২০), জিহাদ (১৬), মাহামুদ (৩০), আকিদুল ( ৩৫), রাসেল (২৫), রনি (২৭), ইমামকে (৪০) মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বালিয়াডাঙ্গা গ্রামে বাসিন্দা আরমান হোসেন বলেন, ব্যবসায়ী শামীম দীর্ঘ দিন ধরে গ্রামে বসতবাড়ির পাশে বেশ কয়েকটি মুরগির খামার গড়ে তুলেছেন। এখান প্রচণ্ডভাবে দুর্গন্ধ ছড়ায় চারদিকে। মুরগির দুর্গন্ধে অতিষ্ঠি হয়ে পড়েছেন এলাকাবাসী। তাকে একাধিকবার মৌখিকভাবে বিষয়টি বলা হলেও তিনি কোনো পদক্ষেপ নেননি। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে বালিয়াডাঙ্গা পশ্চিম পাড়া মোড় এলাকাবাসীর ওপর অতর্কিত হামলা চালায় শামীম ও তার লোকজন। এতে উভয় পক্ষে ২০ জন আহত হয়েছেন।  

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী বলেন, মুরগির খামারের দুর্গন্ধ ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে বালিয়াডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামে ব্যবসায়ী শামীম ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় উভয় পক্ষের লোকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।