ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ট্রাম্পের জয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও গভীর হবে: শফিকুল আলম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
ট্রাম্পের জয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও গভীর হবে: শফিকুল আলম

ঢাকা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ে বাংলাদেশের সঙ্গে দেশটির সম্পর্ক আরও গভীর হবে বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (০৬ নভেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে। ডেমোক্রেটিক ও রিপাবলিকান অনেক নেতার সঙ্গে প্রধান উপদেষ্টার ভালো সম্পর্ক।

ট্রাম্পের টুইট প্রসঙ্গে তিনি বলেন, এখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছেন। আগে তাকে ভুল তথ্য দেওয়া হয়েছে। আমরা মনে করি ট্রাম্প এখন সঠিক চিত্র দেখবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৪
এমইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।