ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ইউরোপ সফরে গেলেন পররাষ্ট্রসচিব

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
ইউরোপ সফরে গেলেন পররাষ্ট্রসচিব

ঢাকা: পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন চেক প্রজাতন্ত্র, জার্মানি ও বসনিয়া-হার্জেগোভিনা সফরে গেছেন। পাঁচদিনের সফরে রোববার (১ ডিসেম্বর) সকালে ঢাকা ছাড়েন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী ২-৫ ডিসেম্বর প্রাগ, বার্লিন ও সারায়েভো সফর করবেন পররাষ্ট্রসচিব। ২-৩ ডিসেম্বর প্রাগে থাকবেন। প্রাগে সফরকালে তিনি বাংলাদেশ ও চেক প্রজাতন্ত্রের মধ্যে অনুষ্ঠেয় প্রথম দ্বিপক্ষীয় পরামর্শক সভায় ঢাকার পক্ষে নেতৃত্ব দেবেন।

আগামী ৩ ডিসেম্বর প্রাগ থেকে বার্লিন যাবেন পররাষ্ট্রসচিব। তিনি বার্লিনের বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করবেন। সবশেষ পররাষ্ট্রসচিব যাবেন বসনিয়া-হার্জেগোভিনা। আগামী ৪-৫ ডিসেম্বর তিনি বসনিয়া-হার্জেগোভিনা সফরে থাকবেন।

সফরকালে পররাষ্ট্রসচিব বাংলাদেশ ও বসনিয়া-হার্জেগোভিনার মধ্যে অনুষ্ঠেয় প্রথম দ্বিপক্ষীয় পরামর্শক সভায় ঢাকার পক্ষে নেতৃত্ব দেবেন।

পেশাদার কূটনীতিক জসীম উদ্দিন পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম অ্যাসাইনমেন্টে নিউইয়র্ক ও ওয়াশিংটন সফর করেন। এরপর দ্বিতীয় অ্যাসাইনমেন্টে জসীম উদ্দিন অক্টোবরে মস্কো সফর করেন। তিনি রাশিয়ার কাজানে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২৪
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।