ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মানবাধিকার প্রতিষ্ঠায় নারীর অধিকার নিশ্চিত করতে হবে: নাগরিক সমাজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
মানবাধিকার প্রতিষ্ঠায় নারীর অধিকার নিশ্চিত করতে হবে: নাগরিক সমাজ

ঢাকা: মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেছেন, মানবাধিকার প্রতিষ্ঠা করতে হলে আগে নারীর অধিকার নিশ্চিত করতে হবে। অর্থনৈতিকভাবে সমৃদ্ধির জন্য সম্পত্তিতে নারীর সম-অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

তৃণমূল পর্যায়ের নারীদের উন্নয়নে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে।  

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ে ‘নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর-১০ ডিসেম্বর)’ উপলক্ষে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) আয়োজিত মানববন্ধন ও সমাবেশে এসব কথা বলেন তারা।  

বিএনপিএস’র ঢাকা (পশ্চিম) কেন্দ্রের ব্যবস্থাপক মো. হেলাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন- বিএনপিএস’র পরিচালক শাহনাজ সুমী, সহযোগী সমন্বয়কারী সিঁথি ঘোষ, লরেল ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, কচিকণ্ঠ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াছমিন, ব্র্যাকের এরিয়া ম্যানেজার আব্দুস সবুর, ডিএসকের সোশ্যাল অফিসার জেমস মণ্ডল প্রমুখ।

সমাবেশে বক্তারা বৈষম্যমুক্ত সমাজ গঠনে নারী ও কন্যা শিশুর প্রতি নির্যাতন বন্ধের আহ্বান জানান। তারা বলেন, এখনও সমাজে প্রতিনিয়ত নারী ও কন্যা শিশুরা নির্যাতন-নিপীড়নের শিকার হচ্ছে, যা মানবাধিকারের গুরুতর লঙ্ঘন। এ বিষয়কে বিশেষ গুরুত্ব দিয়ে দেখতে হবে। তারা বেগম রোকেয়ার জীবনী থেকে শিক্ষা নিয়ে সব বাধা উপেক্ষা করে সামনে এগিয়ে যাওয়ার জন্য নারী সমাজের প্রতি আহ্বান জানান।

এদিকে বিএনপিএস’র উদ্যোগে বেগম রোকেয়া দিবস উপলক্ষে লরেল ইন্টারন্যাশনাল কলেজে আলোচনা সভা এবং মানবাধিকার দিবস উপলক্ষে হাজারীবাগ বালুর মাঠ এলাকায় র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিতে এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক ও ছাত্র-ছাত্রী, এসএমসির সদস্য, নারী দল, ইয়ুথ দল ও উন্নয়নকর্মীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
টিএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।