ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩২, ১৮ এপ্রিল ২০২৫, ১৯ শাওয়াল ১৪৪৬

জাতীয়

মিরপুরে পোশাকশ্রমিককে কুপিয়ে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৫
মিরপুরে পোশাকশ্রমিককে কুপিয়ে হত্যা প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মিরপুরের দিয়াবাড়ি এলাকায় মিজানুর মিলন (২২) নামে এক পোশাকশ্রমিককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোহান (২৩) নামে এক যুবক আহত হয়েছেন।

শনিবার (২৫ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করে পুলিশ। এর আগে শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে দিয়াবাড়ি সিটি কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজন ও বন্ধুরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিহত মিলনের বাবা আনারুল ইসলাম জানান, তাদের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলায়। বর্তমানে মিরপুরের দিয়াবাড়ি এলাকা থাকেন। মিলন স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতো। রাতে মিলনের বন্ধুদের কাছ থেকে জানতে পারি সিটি কলোনি এলাকায় মিলন ও তার আরেক বন্ধু সোহানকে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে। পরে দ্রুত সেখানে গিয়ে মিলনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে তার মৃত্যু হয়। তবে কে বা কারা তার ছেলেকে কুপিয়ে হত্যা করেছে তা জানা নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মিরপুর এলাকা থেকে ওই যুবককে মুমূর্ষু অবস্থায় স্বজন ও বন্ধুরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৫
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ