ঢাকা: ঈদের (ঈদুল ফিতর) সময় এক কোটি পরিবার ১০ কেজি করে চাল পাবে বিনামূল্যে। এমনটি জানিয়েছেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম কার্য-অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. মাসুদুল হাসান উপস্থিত ছিলেন।
উপদেষ্টা বলেন, ঈদের সময় এক কোটি পরিবার ১০ কেজি করে চাল পাবে একদম ফ্রি (বিনামূল্যে)। এমন আরও কিছু কার্যক্রম রয়েছে। এসব চাল বাজারে দাম নিয়ন্ত্রণে বড় সহায়তা করবে। এসব বিতরণ কার্যক্রম বিভিন্ন কর্তৃপক্ষ করবে। কিন্তু এর প্রধান তদারকি করবেন ডিসিরা।
তিনি বলেন, আগামী মার্চ ও এপ্রিল এই দুই মাসে প্রায় সাত লাখ টন খাদ্যশস্য বিতরণ করা হবে। এর মধ্যে দেড় লাখ টন করে দুই মাসে তিন লাখ টন চাল খাদ্যবান্ধব কর্মসূচিতে বিতরণ করা হবে। ৫০ লাখ পরিবার প্রতি কেজি ১৫ টাকা দরে ৩০ কেজি করে পাবে। টিসিবির মাধ্যমে আরও ৫০ লাখ টন করে দুই মাসে এক লাখ টন চাল যাবে। ওএমএসের মাধ্যমে যাবে আরও এক লাখ টন।
পবিত্র রমজান মাসে বিশাল পরিমাণ খাদ্যশস্য অত্যন্ত সুলভ মূল্যে এবং ক্ষেত্র বিশেষে বিনামূল্যে বিতরণ করা হবে। এই কার্যক্রম সুশৃঙ্খলভাবে পালনে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
জিসিজি/আরএইচ