ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

জাতীয়

কক্সবাজারের কলাতলিতে পাঁচ দোকান পুড়ে গেছে 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০১, মার্চ ৫, ২০২৫
কক্সবাজারের কলাতলিতে পাঁচ দোকান পুড়ে গেছে 

কক্সবাজার শহরের কলাতলী ডলফিন মোড় সংলগ্ন ঝিনুক মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় পাঁচটি দোকান পুড়ে গেছে।

 

মঙ্গলবার (৫ মার্চ) সকাল পৌনে ৬টার দিকে কলাতলির ডলফিন মোড়ের ৯৯ ব্রাইডেলের সামনের ঝিনুক মার্কেটে এই আগুনের সুত্রপাত বলে জানা গেছে।  

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কক্সবাজার স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম।  

তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।  

আগুনের সূত্রপাত সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না। এই ঘটনায় কেউ হতাহত নেই এবং তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি। বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।