কুষ্টিয়া: কুষ্টিয়ায় ছয় বছর আগে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলা ও হত্যাচেষ্টা মামলায় জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেপ্তারাদেশ দিয়েছেন আদালত।
রোববার (০৯ মার্চ) দুপুর আড়াইটায় কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানার আদালতে এই রায় ঘোষণা করা হয়।
পূর্বেই অন্য মামলায় গ্রেপ্তার হয়ে কারান্তরিন ইনুকে আদালতে হাজির করলে আদালত শুনানি শেষে কুষ্টিয়া মডেল থানার পৃথক দুটি হত্যা চেষ্টা মামলায় ইনুকে গ্রেপ্তারাদেশসহ কারাগারে প্রেরণের আদেশ দেন।
আদালত পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর কুষ্টিয়া মডেল থানায় শহরের আমলাপাড়ার বাসিন্দা জিন্দার আলীর ছেলে শরিফুল ইসলাম বাদী হয়ে ০৫ আগস্টের ঘটনায় জেলার শীর্ষস্থানীয় আওয়ামী লীগ নেতাসহ ৬৪ জনের নাম উল্লেখ এবং ৭০/৮০জন অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন।
সেই মামলার ৩৭ নম্বর এজাহারভূক্ত আসামি হাসানুল হক ইনু। এছাড়া ২০২৪ সালের ১০ অক্টোবর একই থানায় আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বাদী হয়ে হত্যা চেষ্টার অভিযোগে ক্ষমতাচ্যুৎ তৎকালীন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী, আইজিপি, আওয়ামী লীগেরে শীর্ষ নেতৃবৃন্দ ও জোটভুক্ত দলের নেতৃবৃন্দের বিরুদ্ধে ৪৭ জনের নামো উল্লেøখসহ ১৫/২০ জন অজ্ঞাতদের আসামি করে মামলা করেন। এই মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে চার নম্বর এজাহারভূক্ত আসামি করা হয়েছে।
আদালত এই দুটি মামলাতেই শ্যোন এরেস্ট দেখানোর আদেশ দিয়েছেন বলে নিশ্চিত করেন আদালত পুলিশ পরিদর্শক জহিরুল ইসলাম।
জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে আদালতে সোপর্দ করা এবং আদালত থেকে কড়া পুলিশি পাহারায় কুষ্টিয়া জেলা কারাগারে নিয়ে যাওয়া হয় বলেও নিশ্চিত করেন ওই পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ০৯ মার্চ ২০২৫
এসএইচ