বাগেরহাট: নাশকতা মামলায় চিতলমারী উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিধান চন্দ্র ব্রহ্ম (৫০) ও চরবানিয়ারী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. কামরুল মীরকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৬ মার্চ) বেলা ১১টায় উপজেলার ডুমুরিয়া বাজার থেকে বিধান চন্দ্র ব্রহ্মকে ও সাড়ে ১১টায় খাসেরহাট বাজার থেকে কামরুলকে আটক করে পুলিশ।
গ্রেপ্তার বিধান চন্দ্র ব্রহ্ম উপজেলার কালশিরা রাজেন্দ্র স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। কামরুল মীর চরবানিয়ারী মুসলিমপাড়া গ্রামের দলিল উদ্দিন মীরের ছেলে।
চিতলমারী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন বলেন, বিধান চন্দ্র ব্রহ্ম ও কামরুল মীরের বিরুদ্ধে গত ৬ মার্চে একটি নাশকতা মামলা হয়। দুপুরে তাদের গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৫
এমজে