ঢাকা, সোমবার, ১৬ চৈত্র ১৪৩১, ৩১ মার্চ ২০২৫, ০০ শাওয়াল ১৪৪৬

জাতীয়

‘আওয়ামী লিগ’ নিবন্ধন চাওয়া ব্যক্তি মানসিক রোগী, বলছেন বাবা-মা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৫
‘আওয়ামী লিগ’ নিবন্ধন চাওয়া ব্যক্তি মানসিক রোগী, বলছেন বাবা-মা

নীলফামারী: নির্বাচন কমিশন (ইসি) কাছে ‘আওয়ামী লিগ’ নামে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে আবেদন করেছিলেন উজ্জ্বল রায় নামে এক ব্যক্তি। নিজেকে দলের প্রধান উল্লেখ করে দলের প্রতীক হিসেবে উজ্জ্বল নৌকা বা ইলিশ দাবি করেছেন।

কোনো বাড়ি বা সড়ক নম্বর না উল্লেখ করলেও দলীয় কার্যালয়ের ঠিকানা লিখেছিলেন বঙ্গবন্ধু এভিনিউ।

উজ্জ্বল দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা বলে নিজের ঠিকানা লিখলেও এবার জানা গেল তিনি আসলে উজ্জ্বল নন। নাম ভিভিড সাহা। এ দাবি করেছেন তার বাবা নরেশ চন্দ্র রায় ও মা পারুল রায়। তাদের এও দাবি, ভিভিড মানসিক রোগী। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার ছবি, নাম-ঠিকানা ব্যবহার করলে দুষ্কৃতকারীরা।

পারুল রায় বলেন, আমার ছেলের নাম উজ্জ্বল রায়। সে মানসিক রোগী। গত চার-পাঁচদিন ধরে সে বাড়িতে নেই। কোথায় আছে জানি না। সে ভিভিড হিন্দু সম্প্রদায়ের অন্যতম সংগঠন ইসকনে যাতায়াত করতো। এখন সে যায় না।

নরেশ চন্দ্র রায় বলেন, আমার দুই ছেলে, এক মেয়ে। বড় ছেলে কনক চন্দ্র ইউএডিপিতে চাকরি করে। মেয়ে প্রতীমা রানীকে বিয়ে দিয়েছি দিনাজপুরে। ছোট ছেলে ভিভিড সাহা এসএসসি পাস করেছে চারবার ফেল করার পর। সে মানসিক ভারসাম্যহীন।

ভিভিড যে মানসিক ভারসাম্যহীন, প্রমাণ হিসেবে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ও নিউরো সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. রাজ কুমার রায়ের চিকিৎসার ব্যবস্থাপত্র দেখান। নরেশ জানান, এসএসসি পাস করার পর ভিভিড ফুলবাড়ী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে ভর্তি হন। তিনি প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণির ছাত্র।

পার্বতীপুর হাবড়া ইউনিয়ন পরিষদ থেকে নেওয়া জন্ম সনদ অনুযায়ী ভিভিডের জন্ম তারিখ ২৮.০৯.১৯৯৮। তার ছবি দেখতে চাইলে নরেশ একটি ব্যানার বের করে দেখান। জানান, বাংলা ১৪৩০ সালের দুর্গোৎসবে ব্যানারটি করা হয়েছিল। ভাই কনক চন্দ্রের পাঠানো একটি ছবি দেখান, যেখানে দেখা যায় ভিভিড অসুস্থ।

নরেশ আরও বলেন, কেন, কীভাবে বা কি কারণে, কার পাল্লায় পড়ে ভিভিড এমন কাজ করেছে আমি জানি না। ভিভিড সাহার নাম ব্যবহার করে কেউ তাকে ফাঁসানোর চেষ্টা করছে। সে একজন মানসিক রোগী। গত কয়েকদিন ধরে তাকে খুঁজেও পাচ্ছি না।

তবে এলাকাবাসী বলছে, ভিভিড বা উজ্জ্বল আওয়ামী লিগ নামে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে আবেদন করে এখন গা-ঢাকা দিয়েছেন।

এসব বিষয়ে জানতে উজ্জ্বল বা ভিভিডের মোবাইল নম্বরে কল করা হলে সেটি বন্ধ পাওয়া গেছে।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালামকে এসব বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা এ বিষয়ে কিছুই জানিনা। আমাদের কাছে এ ধনের কোনো কথ্য নেই।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৫
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।