নারায়ণগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে ঈদযাত্রা ঘিরে গাড়ির চাপ বাড়লেও যানজট নেই।
শুক্রবার (২৮ মার্চ) সকাল থেকে মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের সাইনবোর্ড, চিটাগাং রোড, কাঁচপুর, মদনপুর, মেঘনা ব্রিজ, তারাব, ভুলতা গাউছিয়া এলাকা ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।
ভোর থেকে ঘরমুখো গাড়ির চাপ বেড়ে যায় স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপও বাড়তে থাকে। তবে সকাল ১০টা পর্যন্ত গাড়ির অতিরিক্ত চাপ থাকায় কিছুটা ধীরগতি থাকলেও কোথাও কোনো যানজটের দেখা পাওয়া যায়নি।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহেদ মোর্শেদ জানান, গাড়ির চাপ আছে অনেক তবে যানজট নেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপ আরও বাড়তে পারে। আমাদের সদস্যরা কাজ করছে। আশা করছি, ঈদযাত্রা স্বস্তির হচ্ছে।
বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৫
এমআরপি/আরবি