ঢাকা, বুধবার, ১৯ চৈত্র ১৪৩১, ০২ এপ্রিল ২০২৫, ০৩ শাওয়াল ১৪৪৬

জাতীয়

বংশালে ঈদ মেলায় ফাস্টফুডের দোকানে আগুন, দগ্ধ ৬

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৬ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৫
বংশালে ঈদ মেলায় ফাস্টফুডের দোকানে আগুন, দগ্ধ ৬

ঢাকা: রাজধানীর বংশাল বাংলাদেশ মাঠে ঈদ উপলক্ষে আয়োজিত মেলায় ফাস্টফুডের দোকানে আগুন লেগে ৬ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়েছে।

 

সোমবার রাত সাড়ে ৯টার দিকে এই ঘটে। দগ্ধরা হলেন, ফাস্টফুড দোকানের মালিক নয়ন (২৯), সাগর (২৫), ইকবাল (৩১), হাসান (২৮), রিমঝিম (১৬) ও অপূর্ব (১৮)।

দোকান মালিক নয়নের বাবা মো. সেলিম জানান, তাদের বাসা বংশাল নয়াবাজার এলাকায়। তার ছেলে নয়ন এক মাস যাবত ফাস্টফুডের ভ্রাম্যমান দোকান চালান। ঈদ উপলক্ষে বাংলাদেশ মাঠের ভেতরে ফাস্টফুডের দোকান বসিয়েছিলেন। রাতে তিনি খবর পান, সেই দোকানে রান্নার চুলার আগুন ছড়িয়ে পড়লে তার ছেলেসহ বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন। পরবর্তীতে ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

তিনি জানান, ভ্রাম্যমান দোকানে থাকা গ্যাসের চুলার পাইপের গোলযোগের কারণে এই আগুনের ঘটনা ঘটেছে বলে তার ধারণা।  

এদিকে, ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আগুনের ঘটনায় ৬ জন দগ্ধ অবস্থায় হাসপাতালে এসেছেন। তাদের চিকিৎসা চলছে। তবে তাদের শরীরের দগ্ধের পরিমাণ কম। সাগর নামে একজনের সর্বোচ্চ ১১ শতাংশ পুড়ে গেছে। তাকে ভর্তি রাখা হয়েছে। বাকিদেরকে অবজারভেশনের রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০২৩ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৫
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।