ঢাকা, রবিবার, ২৩ চৈত্র ১৪৩১, ০৬ এপ্রিল ২০২৫, ০৭ শাওয়াল ১৪৪৬

জাতীয়

বনানীতে গাড়ির ধাক্কায় নিরাপত্তাকর্মীর মৃত্যুর ঘটনায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট    | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৫
বনানীতে গাড়ির ধাক্কায় নিরাপত্তাকর্মীর মৃত্যুর ঘটনায় মামলা

ঢাকা: রাজধানীর বনানীতে ঈদের আগের রাতে গাড়ির ধাক্কায় দীন মোহাম্মদ (৫০) নামে এক বেসরকারি নিরাপত্তাকর্মীর মৃত্যুর ঘটনায় থানায় মামলা করা কয়েছে। মামলাটি করেছে ভুক্তোভোগীর কর্মস্থল বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যাক্স সিকিউর লিমিটেড।

শুক্রবার (৪ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে বনানী থানায় ম্যাক্স সিকিউর লিমিটেডের পক্ষে বাদী হয়ে মামলাটি করেন প্রতিষ্ঠানটির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অপারেশন) মনির।

শনিবার (৫ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার। তিনি বাংলানিউজকে বলেন, ম্যাক্স সিকিউর লিমিটেড গতকাল রাতে এজাহার দিয়েছে। আমরা মামলা নিয়ে নিয়েছি। আমাদের তদন্ত অব্যাহত আছে। আমরা গাড়ি এবং আসামি গ্রেপ্তারের চেষ্টায় অব্যাহত আছি।

মামলার তদন্ত কর্মকর্তা ও ম্যাক্স সিকিউর লিমিটেডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদের আগের রাতে (৩০ মার্চ) বনানীর ১২ নম্বর রোডের একটি জুতার দোকানে ডিউটিতে ছিলেন দীন মোহাম্মদ। রাত সাড়ে ১১টার দিকে ওই দোকানের সামনের রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে তারা। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে এবং পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতাল ঘুরে ঈদের দিন (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টার
দিকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) তিনি মারা যান।

ওই দিন পুরে দীন মোহাম্মদকে গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজারে দাফন করা হয়। তবে ভুক্তভোগীর পরিবার এ বিষয়ে থানায় কোনো অভিযোগ না দেওয়ায় তার কর্মস্থলের পক্ষ থেকে মামলা করা হয়।

ম্যাক্স সিকিউর লিমিটেডের জেনারেল ম্যানেজার (জিএম) মুক্তাদির আল নাহিদ বাংলানিউজকে বলেন, দীন মোহাম্মদের পরিবারের সঙ্গে সম্ভবত তার দূরত্ব ছিল। তার আহত হওয়ার কথা শুনেও পরিবার থেকে কেউ আসেনি। পরেরদিন দুপুরে তার ছেলেরা এসে দ্রুত লাশ নিয়ে যায়। তাদের গত কয়দিন বারবার থানায় অভিযোগ
জানানোর তাড়া দেওয়া হয়। কিন্তু তারা অভিযোগ করবেন না বলে জানায়। তাই দায়িত্বের জায়গা থেকে আমরাই গতকাল মামলা করেছি।

তবে এ বিষয়ে ভুক্তভোগীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এদিকে দীন মোহাম্মদকে ধাক্কা দেওয়া গাড়িটির একটি ছবি তুলেছিলেন সেখানকার এক পথচারী। গাড়িটির নাম্বার ঢাকা মেট্রো-ঘ ১৮-৬৫৩১। দীন মোহাম্মদের মৃত্যুর পর ঈদের দিন দুপুরে ম্যাক্স সিকিউর লিমিটেডের জিএম মুক্তাদির আল নাহিদ এক ফেসবুক  নিরাপত্তাকর্মীর মৃত্যুর খবর পোস্টে এ গাড়ির মালিকের সন্ধান চান। এজাহারেও ধাক্কা দেওয়া গাড়িটি এ নাম্বার উল্লেখ করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান চৌধুরী বলেন, এজাহারে কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ জানানো হয়নি। তবে গাড়ির নাম্বার উল্লেখ করা হয়েছে। বিআরটিএ এর সঙ্গে কথা বলে আমরা জানার চেষ্টা করছি গাড়িটি কার।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট জুলকার নাইন সায়ের তার এক পোস্টে দাবি করেন, গাড়িটির মালিক মারিয়া বিনতে মুজিব নামে এক নারীর। ঘটনার দিন গাড়িটি চালাচ্ছিলেন তার স্বামী মেহেদি মালেক সজীব। তিনি বন্ধু মহলে সাবেক স্পিকার মালেক উকিল সাহেবের দৌহিত্র পরিচয় দেন বলেও জানান জুলকার নাইন সায়ের।

তিনি আরও দাবি করেন, ঘটনার দিন রাতে সজীব গুলশান ক্লাবে চাঁনরাত উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করেন। কিন্তু কোন কারণে ঝামেলা হওয়ায় তিনি বেশ রাগান্বিত হয়ে বের হয়ে যান এবং বাসায় যাওয়ার পথে দীন মোহাম্মদকে গাড়ি চাপা দিয়ে ঘটনাস্থল থেকে সটকে পড়েন। এমনকি এ ঘটনার ২-৩ দিন পরও সজীব গুলশান ক্লাবে যান।

এ অভিযোগের বিষয়ে জানতে গাড়িটির মালিক মারিয়া বিনতে মুজিবের সঙ্গে বারবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি কোনো সাড়া দেননি। তবে গাড়িটির চালক রফিকুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি ঈদের ছুটিতে ময়মনসিংহ গ্রামের বাড়িতে আছেন। এ বিষয়ে তিনি কিছুই জানেন না। তাকে কেউ
কিছু জানায়নি।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৫
এসসি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।