ঢাকা, রবিবার, ৭ বৈশাখ ১৪৩২, ২০ এপ্রিল ২০২৫, ২১ শাওয়াল ১৪৪৬

জাতীয়

দানবাক্সে চিরকুট—‘পাগলা চাচা, শেখ হাসিনা কোথায়?’ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৫
দানবাক্সে চিরকুট—‘পাগলা চাচা, শেখ হাসিনা কোথায়?’ 

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবারও বিপুল পরিমাণ টাকার সঙ্গে মিলেছে চিঠি ও চিরকুট। এরমধ্যে পাওয়া একটি চিরকুটের বক্তব্য পতিত স্বৈরাচার শেখ হাসিনা প্রসঙ্গে।

চিরকুটটিতে লেখা রয়েছে ‘পাগলা চাচা শেখ হাসিনা কোথায়’। অজ্ঞাতনামা কোনো ব্যক্তির লেখা ওই চিঠির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে হয়েছে।

ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে টাকার সঙ্গে মনোবাসনা পূরণের আকাঙ্ক্ষায় লেখা চিঠি প্রায়ই পাওয়া যায়।

শনিবার (১২ এপ্রিল) সকাল ৭টায় পাগলা মসজিদের ৯টি দানবাক্স ও ২টি ট্রাঙ্ক খোলা হয়। এ সময় সেনাবাহিনী, পুলিশ, এপিবিএন ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

গত বছরেও দানবাক্স খোলার পর টাকার সঙ্গে বেশ কিছু চিঠি পাওয়া যায়। এর মধ্যে একটি চিঠিতে নাম একজন লিখেছিলেন—‘আল্লাহ শেখ হাসিনাকে তুমি তার বাবার কাছে পাঠিয়ে দাও, আমিন’। তখন সেই চিঠিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছিল।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর উপস্থিতিতে শনিবার দানবাক্সগুলো খোলা হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৫
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ