ঢাকা: বছর ঘুরে আবারো এলো বাঙালির প্রাণের উৎসব—বাংলা নববর্ষ। এই উৎসব বাঙালি ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির এক অপূর্ব মিলনমেলার প্রতিচ্ছবি।
রোববার (১৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে রাজধানীর পান্থপথে অভিজাত এই শপিংমলে বৈশাখী মেলা ও উৎসবের উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপ বিসিডিএলের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা। এ সময় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বসুন্ধরা সিটি শপিংমলের আয়োজনে এই বৈশাখী মেলা চলবে ১৩ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।
উদ্বোধনকালে বসুন্ধরা গ্রুপ বিসিডিএলের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শেখ এহসান রেজা বলেন, পহেলা বৈশাখ বাঙালির ঐতিহ্যের একটি আনন্দময় উৎসব। আমরা সকলে মিলে এই উৎসব উদযাপন করে থাকি। এই উদযাপনকে আরও রঙিন করে তোলার জন্য বিসিডিএল ও বসুন্ধরা শপিংমলে অবস্থিত কিছু দেশি ও বিদেশি স্বনামধন্য ব্র্যান্ডের সহায়তায় আমাদের এই বৈশাখী মেলা।
তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য হলো, বসুন্ধরা সিটি শপিংমলে আগত দর্শনার্থীদের স্মরণীয় অভিজ্ঞতা উপহার দেওয়া। এবার প্রথমবারের মতো বসুন্ধরা সিটি শপিংমলে বৈশাখের ঐতিহ্যের সাথে সামঞ্জস্য রেখে অনেক ধরনের দেশি ও সুস্বাদু খাবারের আয়োজন করেছি, যা বসুন্ধরা সিটি শপিংমলের লেভেল আটের তিনটি স্টলে পাওয়া যাবে। আমি সবাইকে অনুরোধ করব সবাই যেন বসুন্ধরা সিটি শপিংমলে আসেন ও আমাদের এই আনন্দে শরিক হোন।
মেলা ও উৎসবকে রাঙিয়ে তোলার নিমিত্তে অংশ নিচ্ছে দেশি-বিদেশি সেরা ফ্যাশন ব্র্যান্ড। এ ছাড়াও পাশাপাশি থাকবে চুড়ির মেলা, ফুল, দেশীয় খাবার, হাওয়াই মিঠাই, ঢোল ও ঢুলির সাথে ক্ল্যাসিকাল ফ্ল্যাশ মব। কেনাকাটা, থিম পার্কে সময় কাটানো কিংবা মুভি দেখার পাশাপাশি চলবে বৈশাখী উৎসবের বর্ণিল আয়োজন। এর মাধ্যমে আধুনিকতার সাথে বাঙালি ঐতিহ্যের অভূতপূর্ব মেলবন্ধন ঘটবে বলে আশা প্রকাশ করছেন আয়োজকরা।
মেলায় থাকছে: বায়োস্কপ, হাওয়াই মিঠাই, চুড়ির মেলা, ফুল, দেশি-বিদেশি ফ্যাশন ব্র্যান্ড শপ-বিটু, ইনফিনিটি মেগা মল, শিশু পরিবহন, লাইভ শপিং, ভোগ বাই প্রিন্স এবং স্পাশ। লেভেল-৮-এ চড়ুই ভাতির আড্ডা, পিঠাপুলির আসর ও শরবতের হাঁড়ি খাবারের স্টলে থাকবে বাংলার ঐতিহ্যবাহী খাবার পান্তা ইলিশ, ইলিশ পোলাও, ইলিশ খিচুরি, রূপচাঁদা ফাই, বগুড়ার দই, চার রকমের ভর্তা ও পিঠা—পাটিসাপটা, নলডা, মালমোয়া, নিমকি, চিনি ও গুড়ের মুড়ালি, কদমা/তিলা, চিনির হাতি ঘোড়া, মুড়ির মোয়া, নাড়ু, জুস, কুষ্টিয়ার কুলফি এবং ঢোল ও চুলির সাথে ক্লাসিক্যাল ফ্ল্যাশ মব।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৫
এমএমআই/এমজেএফ