খুলনা: রেললাইন ও সড়ক অবরোধ করে খুলনায় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ছয় দফা বাস্তবায়নের দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত নয়টার পর নগরীর বৈকালীস্থ খুলনা জংশনে রেললাইন এবং বৈকালীতে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করার পাশাপাশি অগ্নিসংযোগ করেন শিক্ষার্থীরা।
ঘণ্টাব্যাপী অবরোধের ফলে বিকল্প সড়ক দিয়ে যানবাহচলাচল করলেও দুটি ট্রেন বিলম্বে ছাড়তে বাধ্য হয়।
বাংলাদেশ রেলওয়ের খুলনা স্টেশন মাস্টার জাকির হোসেন বলেন, অবরোধের ফলে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ৪৫ মিনিট এবং চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস খুলনা স্টেশন থেকে এক ঘণ্টা পাঁচ মিনিট পর ছেড়ে যায়।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমাদের ছয় দফা দাবি মানতে হবে। এর মধ্যে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল করতে হবে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুবিধা বাতিল করতে হবে, উপ-সহকারী পাসকৃতদের সংরক্ষিত পদের বিপরীতে নিয়োগসহ ছয় দফার সকল দাবি মানতে হবে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন ও বিক্ষোভ মিছিল করেন বলেও তারা জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তারা উল্লেখ করেন।
অবরোধ শেষে মিছিল সহকারে নিজ নিজ ক্যাম্পাসে ফিরে যান শিক্ষার্থীরা। এতে খুলনা পলিটেকনিক ইনষ্টিটিউটের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন বেসরকারি পলিটেকনিক ইনষ্টিটিউটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ২৩১৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৫
এমআরএম/এমএম