ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে পতাকার স্ট্যান্ডের চাপায় শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
খাগড়াছড়িতে পতাকার স্ট্যান্ডের চাপায় শিশুর মৃত্যু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: খাগড়াছড়ি সদর হাসপাতালে ভাঙা পতাকা স্ট্যান্ডের নিচে চাপা পড়ে ইয়াছিন আরাফাত রাহুল (৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সে জেলা সদরের গঞ্জপাড়ার কবির হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অসুস্থ মা রনি আক্তারের সঙ্গে সকালে হাসপাতালে আসে রাহুল। ব্যাটারি চালিত ইজিবাইক থেকে নামার পর রাহুল হাসপাতাল চত্বরে অস্থায়ীভাবে বসানো পতাকার স্ট্যান্ড ধরে দাঁড়ানোর চেষ্টা করে। এসময় স্ট্যান্ডটি তার মাথায় পড়লে গুরুতর আহত হয় সে। এ অবস্থায় তাকে হাসাপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যরা এ ঘটনার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করেছেন। অপরদিকে, হাসপাতালের আবাসিক চিকিৎসক জানান, শিশুটি দুর্ঘটার শিকার।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুদ্দিন ভূঁইয়া জানান, এ বিষয়ে পরিবার থেকে কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ করলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।